সারা দেশের ন্যায় দক্ষিনাঞ্চলে শুরু হয়েছে গন টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম। মঙ্গলবার সকাল থেকে বিভাগের ৩৫৬টি ইউনিয়নের ৩৫৬ টি ওয়ার্ড, পৌর শহরের ৫৯ ওয়ার্ড এবং সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের ৩০ কেন্দ্রে শুরু হয় এই টিকা কার্যক্রম। সরকারী ঘোষনা অনুযায়ী যাদের গতকাল টিকা নেওয়ার কথা তাদের সরব উপস্থিতি ছিলো টিকা কেন্দ্রগুলোতে। দ্বিতীয় ডোজ নিতে পেরে স্বস্তি ও প্রশান্তির কথা জানিয়েছেন টিকা গ্রহনকারীরা। সমস্যা বা ভোগান্তির অভিযোগ ছিলো না কারো মুখে। যথারীতি দ্বিতীয় ডোজ হিসাবে দেয়া হচ্ছে মডার্নার টিকা। অপরদিকে, প্রথম ডোজ দেয়া হচ্ছে সিনোভ্যাক্সের টিকা। টিকা নেয়ার পর তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছেন টিকা গ্রহণকারীরা। নগরীর এ,কে স্কুল টিকা কেন্দ্রের ইপিআই সুপারভাইজার খালেদা আক্তার জানান, নগরীর ৩০টি কেন্দ্রে মডার্না টিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে এবং ৬টি কেন্দ্রে প্রথম ডোজ হিসাবে দেয়া হচ্ছে সিনোভ্যাক্সের টিকা। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, এটা গণটিকা নয়। ৭ আগস্ট ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ডোজের ক্যাম্পেইন চলবে। পাশাপাশি প্রথম ডোজের টিকা দেয়া হচ্ছে। এদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর ১০ নং ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ে টিকা কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা সৈয়দ গোলাম ফারুক। এ সময় উপস্থিত ছিলেন ১০ নং ওর্য়াড কাউন্সিল এটিএম শহিদুল্লাহ কবির, সংরক্ষিত কাউন্সিলর আয়শা তৌহিদা লুনাসহ টিকাদান কাজে নিয়োজিত নার্স ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য