বরিশাল নগরীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যারাতে নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোররা হচ্ছে- বাকেরগঞ্জ পৌর শহরের সুমন হাওলাদারের ছেলে সিয়াম, জয়দেব দাসের ছেলে চয়ন দাস এবং রাব্বি।
নিহত কিশোরদের বন্ধু রাকিব জানিয়েছে, ‘বাকেরগঞ্জ জেএস মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র আমরা। বিকেলে ৬টি মোটরসাইকেলে করে ১৮ জন বরিশালে ঘুরতে আসি। সন্ধ্যা ৬টার দিকে ব্রিজে (শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু) ওঠার সময়ে পেছন থেকে একটি বাস এসে চয়ন, সিয়াম ও রাব্বির মোটরসাইকেলে ধাক্কা দেয়।’
প্রত্যক্ষদর্শীরা যুবক ইমন জানান, মোটরসাইকেলটি সেতুতে ওঠার সময় রাতুল-রোহান পরিবহনের একটি বাসকে পাশ কাটিয়ে যায়। বিপরীত দিক থেকে আরও একটি বাস আসায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা বাসে পিষ্ট হয় মোটরসাইকেলটি। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেলে থাকা তিন কিশোর।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড