বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ (আইজিপি কাপ) প্রতিযোগিতা- ২০২১ এর আঞ্চলিক ফাইনাল খেলায় পটুয়াখালী জেলা পুলিশ লাইন্সে প্রধান অতিথি হিসেবে বরিশালের রেঞ্জ ডিআইজি মহোদয়ের উপস্থিতি।
০৬ অক্টোবর, ২০২১ খ্রিঃ অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ (আইজিপি কাপ) প্রতিযোগিতা- ২০২১ এর আঞ্চলিক ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পটুয়াখালী জেলা পুলিশ কর্তৃক আয়োজিত ‘বরিশাল RRF’ এবং ‘পটুয়াখালী জেলা পুলিশ’ দলের মধ্যকার উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ এবং পুরস্কার বিতরণ করেন রেঞ্জ ডিআইজি জনাব এস এম আক্তারুজ্জামান মহোদয়।
তুমুল প্রতিযোগিতাপূর্ণ এবং উপভোগ্য উক্ত খেলায় শেষ পর্যন্ত ‘পটুয়াখালী জেলা পুলিশ’ দল ২-০ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পটুয়াখালীর পুলিশ সুপার জনাব মোহাম্মদ শহীদুল্লাহ্ পিপিএম এর সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পটুয়াখালী; কমান্ড্যান্ট, আরআরএফ, বরিশাল; স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জেলা পুলিশের সদস্যবৃন্দ।