দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে উপহার দিতে ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য প্রার্থী ও সাধারণ ভোটারদের মাঝে ধারাবাহিকভাবে সচেতনতা মূলক প্রচারনা চালিয়ে আসছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
তারই ধারাবাহিকতায় আজ সোমবার ০৭ নভেম্বর ২০২১ খ্রিঃ এয়ারপোর্ট থানাধীন ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নে সচেতনতামূলক প্রচারণা চালান বিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব রুনা লায়লা।
এ-সময় এয়ারপোর্ট থানা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।