ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় পরিস্থিতি দেখতে ও সার্বিক অবস্থা জানতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ঘটনাস্থলে যাচ্ছেন। তিনি আজ শুক্রবার সকালে ঝালকাঠির উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ দুপুর নাগাদ ঝালকাঠিতে পৌঁছাবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।
ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ, ফায়ার সার্ভিস ও যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় দগ্ধ প্রায় ৭৫ জনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ঝালকাঠি সদর হাসপাতালে ১৫ জনকে ভর্তি করা হয়েছে।
ঝালকাঠিতে যাত্রীবোঝাই লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ এ তদন্ত কমিটি গঠন করা হয়। বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান সংগ্রামী বাংলাকে এ তথ্য জানিয়েছেন।