নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে মোটরবাইকের ধাক্কায় বরিশালের বানারীপাড়ার রায়েরহাটে মো. সাগর (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় নিহতের চাচি ঝিলিক বেগম গুরুতর আহত হন। তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাগর বেসরকারি একটি মোবাইলফোন কোম্পানির কর্মী বলে জানা গেছে। তার বাড়ি উপজেলার কাঁচাবালিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে মোটরসাইকেলটি ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রেলিংয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা সাগর ও তার চাচি গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে উদ্ধার করে বরিশাল মেডিকেলে নেওয়ার পথে সাগর মারা যান। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার চাচি ঝিলিকের দুই আঙুলের মাথা বিচ্ছিন্ন হয়েছে। তার চিকিৎসা চলছে।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য