শীত পেরিয়ে গ্রীষ্মের তাপদাহ বইতে শুরু করেছে দেশের বিভিন্ন জায়গায়। এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমের দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে উপর দিয়ে বয়ে গেছে।
বুধবার (১৬ মার্চ) রাজশাহীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ‘বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল সিলেটে ছিল ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের তাপমাত্রা বেড়েছে ১.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ১৬ ডিগ্রি সেলসিয়াস।’
তিনি বলেন, ‘এই মৌসুমের রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির দিনও সারাদেশের তাপমাত্রা বেড়েছে। আজকে দেশের প্রায় সব বিভাগের জেলাগুলোতেই তাপমাত্রা বেড়েছে। তবে ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙ্গামাটি, চাঁদপুর ও সিলেট জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।’
আবহাওয়া অধিদপ্তর জানায়, ‘নিরক্ষীয় ভারত ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এবং তা বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে। পশ্চিম লঘুচালের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য