প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে স্বরূপকাঠির মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ফেরীঘাট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ শহীদুল আহসান, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাকাওয়াত হোসেন,মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির প্রমুখ। সভায় বক্তারা বিএনপি জামায়াতের ছত্রছায়ায় ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক বলে দেয়া সেই বক্তব্য দেয়া ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি প্রদানের দাবী জানান।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড