বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) থেকে বিদায় নেয়া অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান- বিপিএম (বার) কে ভোলেনি বরিশালবাসী।শনিবার ছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার শাহাবুদ্দিন খানের জন্মদিন। জন্মদিনে তাকে বিনম্রচিত্তে স্মরণ করেছেন বরিশালের মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তারা। ১১ জুন প্রথম প্রহর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খানের ছবিসহ শুভেচ্ছা বার্তা পোস্ট করা শুরু হয়। ফেসবুক পোস্টে জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোআ করেছেন বরিশালের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চৌকস পুলিশ কর্মকর্তা শাহাবুদ্দিন খান। বরিশালে দায়িত্বকালিন সময়ে তাঁর দীর্ঘদিনের কর্মকান্ডের মাধ্যমে যেমন অপরাধিদের কাছে আতঙ্ক হয়ে ওঠেন, তেমনি সাধারণ মানুষের আপনজন হয়ে ওঠেন। এরি মধ্যে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন শাহাবুদ্দিন খান। পরবর্তী গত ১৭ মে তিনি বরিশাল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। বিদায়ের পূর্বে বরিশালের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন। বরিশাল থেকে তিনি বিদায় নেয়ার মাস গড়াতে চললেও বরিশালের মানুষ তাকে স্মরণে রেখেছে। জন্মদিন উপলক্ষে তাকে নতুন করে স্মরণ করে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন।
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড