সরকারি শিশু পরিবারের সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে একটি গরু ও নতুন পোশাক উপহার দিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
শুক্রবার বিকালে শিশু পরিবারে এতিম শিশুদের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে সরকারি শিশু পরিবার সমূহের শিশুদের জন্য এই উপহার প্রদান করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এনডিসি সুব্রত বিশ্বাস দাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, উপতত্ত্বাবধায়ক ফারজানা রহমান। সংক্ষিপ্ত এক আলোচনা শেষে জেলা প্রশাসক শিশুদের মাঝে কোরবানির গরু তুলে দেন পাশাপাশি কোমলমতি শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করেন।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড