সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজের ৬ ঘণ্টা পর বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকত থেকে এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের ও তার ভাগ্নি নুর আক্তার জুইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াৎ হোসেন সংগ্রামী বাংলাকে জানান, আজ বুধবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, ঈদের ছুটিতে পরিবারের ৫ সদস্য নিয়ে দুপুর ১২টার দিকে এনএসআইয়ের জুনিয়র ফিল্ড অফিসার মোস্তফা কাদের সমুদ্র সৈকতে গোসলে নামেন। হঠাৎ স্রোতের টানে তারা সাগরের অনেকটা গভীরে চলে যান। তাদের মধ্যে ৩ জন তীরে ফিরতে পারলেও মোস্তফা ও তার ভাগ্নি নিখোঁজ থাকেন।
ওসি জানান, দুপুর থেকে ফায়ার ব্রিগেড, স্থানীয় জেলে ও কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নুর আক্তার ও পৌনে ৬টার দিকে মোস্তফা কাদেরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, মরদেহ শনাক্ত ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ২টি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড