মহানগর পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার পুলিশ লাইন্স ড্রিল সেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম-বার)। সভায় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিনসহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি শৃঙ্খলা মেনে চলার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। সভায় কর্মরত ৫ জন পুলিশ সদস্যকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জাকির হোসেন মজুমদার পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভুঞা (বিপিএম-বার), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মনজুর রহমান পিপিএম-বার প্রমুখ।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড