নিজস্ব প্রতিবেদকঃ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্নেল(অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিসিসি’র অধিকাংশ কাউন্সিলরবৃন্দের আয়োজনে ২১ আগস্ট বিএনপি-জামাত জোটের পৃষ্ঠপোষকতায় বর্বরোচিত গ্রেনেড হামলায় সকল শহীদদের স্মৃতি স্মরণে গতকাল রাত সাড়ে ৮ টায় প্রতিমন্ত্রী’র নিজ বাসভবন বিসিসি’র ১৫ নং ওয়ার্ডের বেগম ভিলায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম,যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, বিসিসি’র ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ সহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ২১ আগস্টে বর্বরোচিত গ্রেনেড হামলায় সকল শহীদের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সভা সমাপ্তি হয়।