আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি: স্কাউটস কার্যক্রম কে অধিকতর প্রসারিত, গতিশীল ও জনপ্রিয় করে গড়ে তোলার লক্ষে বাংলাদেশ স্কাউটস, বরিশাল অঞ্চল এ জনসংযোগ, ব্রান্ডিং ও মার্কেটিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা ১০/০৯/২২ তারিখ রোজ শনিবার সকাল ৯ টায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, রূপাতলী বটতলা, বরিশাল এ বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাক্তার, এলটি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – জনাব এম এম ফজলুল হক আরিফ, পিআরএস, জাতীয় কমিশনার ( জনসংযোগ ও মার্কেটিং), বাংলাদেশ স্কাউটস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপন কুমার দাস, আঞ্চলিক পরিচালক, বরিশাল অঞ্চল, মোঃ জাহাঙ্গীর হোসেন, আঞ্চলিক উপ কমিশনার ( জনসংযোগ ও মার্কেটিং) ও জেলা শিক্ষা অফিসার, বরিশাল। জনাব মীর মোঃ জাহাঙ্গীর হোসেন ফারুখ, জাতীয় উপকমিশনার, বাংলাদেশ স্কাউটস, এ এইচ এম শামসুল আজাদ, পরিচালক, ( জনসংযোগ ও মার্কেটিং) এবং জনাব রুহুল আমিন, কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস, বরিশাল অঞ্চল। প্রধান অতিথি তার বক্তব্যে স্কাউটস কার্যক্রমকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার এবং সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। অন্যান্য বক্তারা স্কাউটস কার্যক্রমকে আগামীতে সামাজিক সকল কার্যক্রমে এবং জনপ্রতিনিধি, অভিভাবক ও গণমাধ্যমকে অন্তর্ভুক্ত করার জন্য আহবান জানান। বরিশাল সদর সহ অন্যান্য জেলা, উপজেলা থেকে বিভিন্ন ক্যাডারের পঞ্চাশ এর অধিক শিক্ষক কর্মশালায় যোগ দেন।
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড, সাহিত্য, স্বাস্থ্য