বাবুগঞ্জে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের ১ লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে বরিশাল জেলা প্রশাসন। সোমবার দুপুরে বাবুগঞ্জ বাজারের আটচালা গিয়ে ক্ষতিগ্রস্তদের হাতে অর্থ সহায়তা তুলে দেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। এ সময় বরিশালের জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার উপস্থিত ছিলেন। অর্থ বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা। বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তারুজ্জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস, বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আসমা আক্তার, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ জহিরুল হাসান অরুণ, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী, রহমতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সরোয়ার ফকির, এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক মোঃ জামাল, বাবুগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির আহবায়ক মোঃ ফখরুল আলম খান, সদস্য সচিব পরিতোষ চন্দ্র পাল, সদস্য মোঃ শেখ নজরুল ইসলাম মাহবুব, অপু চন্দ্র দাস, মাস্টার মোঃ কাজেম আলী মৃধা প্রমুখ।
গণমাধ্যম, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য