নিচ্ছিদ্র নিরাপত্তা সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে বরিশাল জেলা পরিষদের নির্বাচনে সাধারন ও সংরক্ষিত সদস্য পদে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যানসহ সাধারন তিন ও সংরক্ষিত দুইটি আসনে একজন করে প্রার্থী থাকায় তারা নির্বাচিত হয়েছেন। কিন্তু দুইটি সংরক্ষিত ও সাতটি সাধারন আসনে একাধিক প্রাথী থাকায় সোমবার ভোট গ্রহণ করা হয়। মোট সাতটি কেন্দ্রে ইলেক্ট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোট গ্রহণ করা হয়েছে। সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। বরিশাল জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় জেলা পরিষদ চেয়ারম্যান পদে এ্যাড. একেএম জাহাঙ্গীর, সংরক্ষিত ১ নম্বর সদস্য পদে আইরিন রেজা ও সংরক্ষিত ৪ নম্বর সদস্য পদে মুক্তি রানী দাস, সাধারন ৮ নম্বর সদস্য পদে পিয়ারা বেগম, ৯ নম্বর সদস্য পদে এইচএম হারুন অর রশিদ এবং ১০ নম্বর সদস্য পদে অশোক কুমার হালদার নির্বাচিত হয়েছেন।সোমবার ভোট গ্রহণ শেষে রিটানিং কর্মকর্তা বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ফলাফল ঘোষনা করেন।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, সংরক্ষিত ২ নম্বর সদস্য পদে শিউলী রহমান ও ৩ নম্বর সদস্য পদে ডালিয়া মুনমুন নির্বাচিত হয়েছেন।সোমবার ভোট গ্রহণ শেষে রিটানিং কর্মকর্তা বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ফলাফল ঘোষনা করেন। ঘোষিত ফলাফলে দেখা গেছে, সংরক্ষিত ২ নম্বর সদস্য পদে শিউলী রহমান ও ৩ নম্বর সদস্য পদে ডালিয়া মুনমুন নির্বাচিত হয়েছেন।এছাড়াও সাধারন ১ নম্বর সদস্য পদে ইমাম হোসেন, ২ নম্বর সদস্য পদে মো. শহীদুল ইসলাম , ৩ নম্বর সদস্য পদে মো. মাইনুল হোসেন পারভেজ, ৪ নম্বর সদস্য পদে মোহাম্মদ আব্দুল বারী , ৫ নম্বর সদস্য পদে মো. মামুন উর রশিদ, ৬ নম্বর সদস্য পদে পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ এবং ৭ নম্বর সদস্য পদে মো. জিল্লুর রহমান মিয়া নির্বাচিত হয়েছেন।
রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানিয়েছেন, নির্বাচন চলাকালে বিভাগীয় কমিশনার মো: আমিন উল ইসলাম, পুলিশ কমিশনার মো: সাইফুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্য যে কোন সময়ের চেয়ে এবারে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।