শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও শেখ রাসেল এর প্রতিকৃতিতে বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের শ্রদ্ধা নিবেদন।
১৮ অক্টোবর ২০২২ খ্রিঃ সকাল ০৯:৩০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠতম সন্তান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেল এর ৫৯ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে বরিশাল জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব এস এম আক্তারুজ্জামান মহোদয়। পুষ্পস্তবক অর্পণের অব্যবহিত পূর্বে তিনি শেখ রাসেল দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন।
এ-সময় আরো উপস্থিত ছিলেন, মাননীয় বিভাগীয় কমিশনার, বরিশাল; অতিরিক্তি ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ অফিস, বরিশাল; কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, বরিশাল; জেলা প্রশাসক, বরিশাল; পুলিশ সুপার, বরিশাল; সিনিয়র সহকারী পুলিশ সুপার, রেঞ্জ অফিস, বরিশালসহ বিভাগীয় এবং জেলা পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।