পোল্যান্ডের বিরুদ্ধে হারলে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শেষ। আর জিতলে মেসিরা পাবেন পরের রাউন্ডে খেলার সুযোগ। অর্থাৎ আজও স্কালোনির দলের কাছে ম্যাচটা কার্যত ফাইনাল। এরই মধ্যে পোল্যান্ডের কোচ চেস্টওয়াফ মিখনিয়েভিচের গলায় মেসির প্রতি সমীহ।লিওনেল মেসিকে নিয়ে পরিকল্পনা কী? আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা হলে এটাই বিপক্ষ দলের কাছে কমন প্রশ্ন। পোল্যান্ড কোচের কথায় কিন্তু ভয় মিশে ছিল।পোল্যান্ডের কোচ চেস্টওয়াফ মিখনিয়েভিচ বলে গেলেন, মেসিকে তো সবাই আটকাতে চায়। পারে কি? মেসিকে আটকানো যায় কীভাবে, এই উত্তর হয়তো কারও জানা নেই।
পোল্যান্ড কোচ আরও বলেন, মেসিকে একজন ফুটবলারের পক্ষে আটকানো মুশকিল। আমরা ওর চারপাশে একাধিক ফুটবলারকে রাখবো। ওর পায়ে বল রাখতে দেবো না। আপাতত এটাই স্ট্র্যাটেজি।মেসি আর লেওয়ানডস্কির লড়াই। আজকের ম্যাচটাকে অনেকে এভাবেই দেখছেন। পোল্যান্ডের কোচ অবশ্য বলছেন, কোনও তারকার পক্ষেই একা জেতানো সম্ভব নয়।
আন্তর্জাতিক, খেলাধুলা, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড