তরমুজের ভয়াবহ ঊর্ধ্বগতি পরে বাজারে শুরু হয়েছে কলার ঊর্ধ্বগতি। সাধারণ মানুষের নাগালের বাইরে। প্রতি হালি কলা বিক্রি হচ্ছে 40/৫০ টাকা দরে। অথচ বাজার জরিপ করে দেখা গেছে কলার প্রচুর পরিমাণে সরবরাহ রয়েছে। কম টাকায় কিনে একদল সিন্ডিকেট ৪০/৫০ টাকা দরে বিক্রি করছে। হালিপ্রতি। এতে করে সাধারণ মানুষের নাগালের বাইরে। সাধ থাকলেও সাধ্য নেই। অতি শীঘ্রই বরিশালে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে সাধারণ জনগণ।
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, মেইন লিড, শিরোনাম, সাব-লিড