বরিশাল জেলা পুলিশ সদস্যদের জন্য ফিটনেস সেন্টার চালু করা হয়েছে। রোববার বরিশাল জেলা পুলিশ লাইন্সে এ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। এ সময় পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন প্রত্যেকটি পুলিশ সদস্যের ফিটনেস বা শরীর চর্চা করা উচিত। এতে মন ভালো থাকে ও কাজে দক্ষতা বৃদ্ধি পায়। তাই নান্দনিক ফিটনেস সেন্টার করা হয়েছে। এ সেন্টারে রয়েছে অত্যাধুনিক মানের দুইটি ট্রেডমিল, মাল্টিফাংশনাল ক্যাবল মেশিন, জিম বাই সাইকেল, লেগ প্রেস মেশিন, অ্যাপস মেশিন, সাইড বেন্জ, ২০ টি বারবেল, ২০ সেট ডাম্বেল ও পুস আপ বার সহ অন্যান্য যন্ত্রপাতি। উদ্বোধণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মো: শাজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ সার্কেল ফরহাদ সরদার ও সহকারী পুলিশ সুপার মতিউর রহমান।
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, মেইন লিড, শিরোনাম, সাব-লিড