বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারীদের হতাশার জায়গা থেকে চিন্তা করে বলছি। যদি সরকার চেঞ্জ হয় তাহলে আমাদের কে ভিক্ষার থালা নিয়ে পথে নামতে হবে। তাই আগামী 22/09/2023 ইং এ যে কর্মসূচী আসছে। এই সরকার থাকতেই সেই কর্মসূচিতকে কঠোর আন্দোলনের মধ্য দিয়েই আমার অধিকার আদায়ের জন্য সকল নেত্রী বিন্দু ও সকল শিক্ষক কর্মচারীদের অগ্রণী ভূমিকা রাখতে অনুরোধ করছি।
জুনিয়র শিক্ষক,
ঢোলভাঙ্গা অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধি বিদ্যালয়।
ঢোলভাঙ্গা,পলাশবাড়ী, গাইবান্ধা।
স্থাপিতঃ ২০১৪ ইং