কুয়াকাটা সমুদ্র সৈকতে আগত পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থাকে আরো উন্নত করার অভিপ্রায়ে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের সম্মানিত অতিরিক্ত আইজিপি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় ট্যুরিস্ট পুলিশ বরিশাল রিজিয়নকে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নে রূপান্তরিত করেছেন। ফলশ্রুতিতে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন পুলিশ সুপারকে কুয়াকাটায় পদায়ন করা সম্ভব হয়েছে এবং জনাব মোহাম্মদ রাহাত গাওহারী ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের প্রথম পুলিশ সুপার হিসেবে কুয়াকাটায় আগস্ট/২০২৩ সনে যোগদান করেছেন।
একজন মুক্তিযোদ্ধার সন্তান জনাব মোহাম্মদ রাহাত গাওহারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে বিবিএ, রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ইন পুলিশ সাইন্স (এমপিএস), ঢাকা বিশ্ববিদ্যালয় এর আইবিএ হতে এমবিএ এবং অসএইড স্কলারশীপ প্রাপ্ত হয়ে অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটি হতে মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল রিলেশনস্ (এমআইআর) ডিগ্রি অর্জন করেছেন। তিনি ২০০৮ সনে ২৭ তম বিসিএস এ এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে যেমন র্যাব, এসএসএফ, সিআইডি, এনসিবি (ইন্টারপোল), গাইবান্ধা জেলা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আফ্রিকার দেশ মালিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
কুয়াকাটায় আগত পর্যটক এবং সকল স্টেকহোল্ডারগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রথম পুলিশ সুপার হিসেবে জনাব মোহাম্মদ রাহাত গাওহারী সকলের সহযোগিতা কামনা করছেন।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড