১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক ।
সন্মানিত কলমী বন্ধুগন। সবাইকে আমার কলমী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি । আগামীকাল বিকাল ৪-০০ টা থেকে কলম একাডেমি লন্ডন এর ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে খুলনা জেলা পরিষদ মিলনায়তনে এক সফল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে , উক্ত অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হবে, এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সন্মানিত পুলিশ কমিশনার মহোদয় , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অনেক গন্যমান্য ব্যক্তিত্ব, উক্ত অনুষ্ঠানে আপনি / আপনারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ কামনা করি । কলম একাডেমি লন্ডন এর সদস্য গন অবশ্যই উপস্থিত থাকবেন । সবার মংগল কামনা করি ।
এস,এম আয়ুব আলী , সভাপতি
কলম একাডেমি লন্ডন , খুলনা বিভাগীয় কমিটি, ও সহ সভাপতি , কেন্দ্রীয় কমিটি।