সকাল ৯:১৪ ; বৃহস্পতিবার ; ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বহাল তবিয়তে দখলকারীরা   বিএমপি কোতোয়ালি মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত   বহিষ্কারের ছড়াছড়ি এসএসসির দ্বিতীয় দিনে: কারিগরিতে বেশি   পূর্ণ গতিতে এগোতে হবে আমাদের: অধ্যাপক মুহাম্মদ ইউনূস   মাদক সেবনের টাকা সংগ্রহের জন্য দুই বন্ধু মিলে অপর বন্ধুকে হত্যা করে ডোবার কচুরিপানায় লাশ গোপন   বিএমপি, গোয়েন্দা শাখার অভিযানে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার।   সমন্বয়কের দখলে উদ্ধার করা জমি   হাসনাত ও সারজিস দুদকে অভিযোগ জমা দিলেন   চায় হেফাজত-এনসিপি আ.লীগের রাজনীতি স্থগিত থাকুক বিচার হওয়া পর্যন্ত   স্বপ্ন পূরণে সবসময় পাশে থেকেছে সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের : ওয়াকার-উজ-জামান   আর কখনো দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না : এ্যাটর্নি জেনারেল   বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা   ২৭৫০ মামলা ডিএমপির গত দুইদিনে ট্রাফিক আইন লঙ্ঘন   মায়ের সহযোগীতায় নাবালিকা কন্যা ধর্ষণের শিকার   বান্ধবীর বাবা কর্তৃক ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী ধর্ষণের শিকার   নতুন প্রধান মহিউল ইসলাম ৯৯৯-এর   সবার আগে বলেছে বিএনপি সংস্কারের কথা : মির্জা ফখরুল   চার বছরের শিশু ধর্ষণের ১১ দিন পর মামলার ধর্ষক গ্রেফতার   চাকরিজীবীকে অপহরণ, মুক্তিপণ আদায় বৈষম্যবিরোধী পরিচয়ে বাসায় ঢুকে   দুই ভাইসহ ৪ জন গ্রেপ্তার বরগুনায় ডাকাতির প্রস্তুতিকালে

সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঝালকাঠিতে

Shongrami Bangla
৯:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩

ঝালকাঠিতে সাবেক ছাত্রলীগের সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনের (৩৮) বিরুদ্ধে দুটি পরিবারের চলাচলের পথ দেওয়াল দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন শহরের ডাক্তারপট্টি এলাকার বাসিন্দা ভুক্তভোগী মঞ্জু বেগম।

তাঁর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জামাতা হাসান মাহামুদ। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে ঝালকাঠি শহরের ডাক্তারপট্টি এলাকায় পরিবারের চলাচলের একটি গলির পথ দেওয়াল নির্মাণ করে বন্ধ করে দেওয়া হয়। ভুক্তভোগী পরিবার দুটি বিকল্প কোন চলা চলার পথ না থাকায় বাসায় অবরুদ্ধ হয়ে পড়ে।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ঝালকাঠি শহরের ডাক্তারপট্টি এলাকায় ঝালকাঠি মৌজায় এসএ ১২৪ খতিয়ানের রেকর্ডীয় মালিক মালিক মৃত হাবিবুর রহমানের কাছ থেকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন প্রায় পাঁচ শতাংশ সম্পত্তি ক্রয় করেন। সেখানে সৈয়দ টাওয়ার নামে একটি পাঁচতলা ভবন নির্মাণ করেন হাদিসুর রহমান। ভবনের পেছনে অপ রেজ্জেক   আলীর ওয়ারিশ দুই মেয়ে অঞ্জু বেগম ও মঞ্জু বেগম পরিবার নিয়ে পৌনে দুই শতাংশ সম্পত্তিতে বসবাস করেন। সেই জমিতে রেজ্জেক আলীর অপর মেয়ে ঝন্টু বেগম ও এক ছেলে মন্টু মিয়ার মালিকানা রয়েছে। এছাড়াও এরপাশে অপর রেকর্ডিও মালিক মৃত হাবিবুর রহমানের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা হাসান মাহমুদের দেড় শতাংশ সম্পত্তি রয়েছে। সে অঞ্জু বেগমের মেয়ের জামাতা।

প্রধান সড়কে চলাচলের জন্য তাঁদের প্রায় চার ফুট একটি সড়ক রয়েছে। সেই সড়ক বুধবার রাতের আঁধারে সৈয়দ হাদিসুর রহমানের লোকজন দেওয়াল দিয়ে বন্ধ করে দেয়। ফলে তাঁদের চলাচলের আর বিকল্প কোন পথ না থাকায় ভুক্তভোগী পরিবার দুটি বিপাকে পড়ে। এ ঘটনায় তাঁরা জেলা পুলিশ সুপারের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সুপারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা বৃহস্পতিবার রাতে সেই দেওয়ালে আশিংক ভেঙে দিয়ে চলাচলের পথ স্বাভাবিক করে দেয়।

এ বিষয়ে অঞ্জু বেগম বলেন, রাতের আঁধারে সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান দেওয়াল দিয়ে আমাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। আমাদের কাছে সিসি টিভির ফুটেজ রয়েছে। এই ঘটনায় আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান বলেন, আমি রেকর্ডীয় মালিদের কাছ  থেকে সাত শতাংশ সম্পত্তি ক্রয় করে ভবন নির্মাণ করেছি। অবশিষ্ট সম্পত্তিতে কিছুদিনের জন্য রেজ্জেক আলীর মেয়েদের মানবিক কারণে থাকতে দিয়েছি। এখন তাঁরা জমি ছাড়তে চায় না। তাই আমি আমার জায়গায় দেওয়াল নির্মাণ করেছি।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, এই ঘটনায় ভুক্তভোগী পরিবার একটি লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা চলাচলের পথ স্বাভাবিক করে দিয়েছি। এছাড়াও বিষয়টা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে