এম. শাহেদ সারওয়ার
দুবাই বিশেষ প্রতিনিধি
দৈনিক সংগ্রামী বাংলা।
৩০ অক্টোবর সোমবার প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানে কলম একাডেমি লন্ডন সংযুক্ত আরব আমিরাত শাখার একটি প্রতিনিধি দল বাংলাদেশ দূতাবাস আবুধাবির মান্যবর রাষ্ট্রদূত জনাব আবু জাফর এর সাথে সাক্ষাত করেন।
কলম একাডেমি লন্ডন ইউএই শাখার সভাপতি মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরীর নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল সংযুক্ত আরব আমিরাতের দশ লক্ষ প্রবাসীর অভিভাবক, বাংলাদেশ দূতাবাস আবুধাবির মান্যবর রাষ্ট্রদূত জনাব আবু জাফর এর সাথে পূর্ব নির্ধারিত এক মতবিনিময় সভায় মিলিত হন। প্রতিনিধি দল সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ও লেখকদের দাবী দাওয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় মান্যবর রাষ্ট্রদূতকে প্রতিনিধি দল অবহিত করেন। মান্যবর রাষ্ট্রদূত সবার বক্তব্য গুরুত্বসহকারে শুনেন এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদান করেন। মান্যবর রাষ্টদূত বলেন, সংগঠনের যেকোন ভাল কাজে দূতাবাস সব সময় সহযোগিতা করবে। তিনি বলেন সংগঠনের বা লেখকদের দাবী দাওয়া গুলো খুবই যুক্তিসঙ্গত এবং একমত পোষন করে অনতিবিলম্বে এই দাবীনামা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পৌছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সংগঠনের পক্ষে কলম একাডেমি লন্ডন এর বিভিন্ন দাবী দাওয়া ও লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন ইউএই শাখার উপদেষ্টা জনাব মুহাম্মদ ফরহাদ হুসাইন, সভাপতি মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী, উপদেষ্টা জাফর উদ্দিন ভূইঁয়া, কো অর্ডিনেটর মোফাচ্ছেল হক সাহেদ, সদস্য মোহাম্মদ মাহবুবুল আলম এবং মুহাম্মদ সেকান্দর চৌধুরী। দেশীয় ও আন্তর্জাতিক নানা দিবস রয়েছে যার কিছু দিবস দৃশ্যত দামী আর কিছু দিবস হাসির বিষয় বটে। কিন্তু “কলম একাডেমি লন্ডন” একটি যৌক্তিক দাবীতে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। তা হলো ১৮ সেপ্টেম্বরকে “আন্তর্জাতিক লেখক অধিকার দিবস” হিসেবে ঘোষনা করা। আর এই যৌক্তিক দাবীতে সংগঠনের ইউএই শাখার পক্ষ থেকে লেখকদের বিভিন্ন দাবী দাওয়া আদায়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি মান্যবর রাষ্ট্রদূত এর হাতে প্রদান করা হয়। স্মারকলিপিটি প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করবেন বলে প্রতিনিধি দলকে রাষ্ট্রদূত আন্তরিকতার সহিত আস্বস্থ করেন। আশাকরি এই দাবী সর্বজনীন স্বীকৃত হবে।
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড, সাহিত্য