সকাল ৯:৫৯ ; বৃহস্পতিবার ; ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বহাল তবিয়তে দখলকারীরা   বিএমপি কোতোয়ালি মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত   বহিষ্কারের ছড়াছড়ি এসএসসির দ্বিতীয় দিনে: কারিগরিতে বেশি   পূর্ণ গতিতে এগোতে হবে আমাদের: অধ্যাপক মুহাম্মদ ইউনূস   মাদক সেবনের টাকা সংগ্রহের জন্য দুই বন্ধু মিলে অপর বন্ধুকে হত্যা করে ডোবার কচুরিপানায় লাশ গোপন   বিএমপি, গোয়েন্দা শাখার অভিযানে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার।   সমন্বয়কের দখলে উদ্ধার করা জমি   হাসনাত ও সারজিস দুদকে অভিযোগ জমা দিলেন   চায় হেফাজত-এনসিপি আ.লীগের রাজনীতি স্থগিত থাকুক বিচার হওয়া পর্যন্ত   স্বপ্ন পূরণে সবসময় পাশে থেকেছে সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের : ওয়াকার-উজ-জামান   আর কখনো দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না : এ্যাটর্নি জেনারেল   বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা   ২৭৫০ মামলা ডিএমপির গত দুইদিনে ট্রাফিক আইন লঙ্ঘন   মায়ের সহযোগীতায় নাবালিকা কন্যা ধর্ষণের শিকার   বান্ধবীর বাবা কর্তৃক ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী ধর্ষণের শিকার   নতুন প্রধান মহিউল ইসলাম ৯৯৯-এর   সবার আগে বলেছে বিএনপি সংস্কারের কথা : মির্জা ফখরুল   চার বছরের শিশু ধর্ষণের ১১ দিন পর মামলার ধর্ষক গ্রেফতার   চাকরিজীবীকে অপহরণ, মুক্তিপণ আদায় বৈষম্যবিরোধী পরিচয়ে বাসায় ঢুকে   দুই ভাইসহ ৪ জন গ্রেপ্তার বরগুনায় ডাকাতির প্রস্তুতিকালে

উন্নত মানুষে পরিণত করে শিক্ষা মানুষকে মেয়র খোকন

Shongrami Bangla
৪:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ। তিনি বলেন, শিক্ষা মানুষকে উন্নত মানুষে পরিণত করে। আর জ্ঞান তাদের সমৃদ্ধ করে। মুক্তজ্ঞান চর্চার রাজ্য হলো বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ছাড়া জ্ঞানে পরিপূর্ণতা পাওয়া সম্ভব নয়।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনে সচেষ্ট হতে হবে। মৌলিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়রের সহধর্মিণী বিশিষ্ট সমাজসেবক লুনা আব্দুল্লাহ। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান।  তিনি নবাগতদের উদ্দেশে বলেন, উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্য চাকরি পাওয়া নয়। নিজেদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা এবং মানুষের জন্য কাজ করার লক্ষ্যে অর্জন করতে হবে উচ্চশিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে মীজানুর রহমান বলেন, মুখস্থ বিদ্যা চৌর্যবৃত্তির সমান। যেকোনো বিষয়কে গভীর থেকে জানতে হবে।

তিনি বলেন, তোমাদের নিজেদের পরিপূর্ণ ইতিহাস জানতে হবে। কারণ যে ব্যক্তি নিজেদের ইতিহাস জানে না সে একটি পাতার মতো, যে জানে না সে একটি কাণ্ডের অংশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু. দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। উপাচার্য বলেন, আজকের বাংলাদেশ এগিয়ে যাওয়া বাংলাদেশ, সমৃদ্ধির পথে বাংলাদেশ, বঙ্গবন্ধুর দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। তিনি নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাদের উদ্দেশে বলেন, তোমাদের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে আত্মনিয়োগের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। তোমাদের প্রচেষ্টায় একদিন বরিশাল বিশ্ববিদ্যালয় হবে দক্ষিণ বাংলার ইতিহাস ও ঐতিহ্যের স্মারক। তোমরাই দেবে বদলে যাওয়া বাংলাদেশের নেতৃত্ব। বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মুহসিন উদ্দীন। নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন রসায়ন বিভাগের রিফাত হোসেন এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সামিহা নাছরিন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রশাসনের কর্তাব্যক্তি, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে