সকাল ৯:৪৬ ; মঙ্গলবার ; ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক ও শামীম ওসমান দুদকের মামলা পরিবারের বিরুদ্ধে   নতুন বাংলাদেশের চার্টার সংস্কার প্রতিবেদন থেকে তৈরি হবে : ড. মুহাম্মদ ইউনূস   রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ চলছে পুলিশকে   রাজাপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত   ১৫৩ জনকে গুমের অভিযোগ বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ার   আশাবাদী সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে   কাউকে আটক করতে পারবে না সাদা পোশাকে ডিবি   যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে হবে সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে   ফের বাদ ১৬৮ জন ৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন জারি   প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা সোমবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের   যিশুখ্রিষ্টের জন্মদিন (শুভ বড়দিন) ২০২৪, উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।   খালাস পেলেন বাবর ১০ ট্রাক অস্ত্র মামলা থেকে   ট্রাইব্যুনালে অভিযোগ শেখ হাসিনা ও মঈন ইউ আহমেদের বিরুদ্ধে   যেকোনো সময় অভিযান ব্যাংকের ভেতরে ১২ ডাকাত   দুর্নীতি অনুসন্ধানে রুল হাসিনা পরিবারের ৫ বিলিয়ন ডলার লোপাট   ভারত থেকে আনা ও বিচার বিষয়ে যা বললেন টবি ক্যাডম্যান শেখ হাসিনাকে   বাবা-ছেলে আটক ইয়াবা ও গাঁজাসহ পিরোজপুরে   টিপু ৩ দিনের রিমান্ডে   তারেক রহমানের সাজা স্থগিত অর্থপাচার মামলায়:আপিল বিভাগ   আর জাতীয় স্লোগান নয় জয় বাংলা

জুনে জমে উঠবে চাঁপাইনবাবগঞ্জের আম

৭:০৫ অপরাহ্ণ, মে ৩০, ২০২০

আগামী ২ জুন বাংলাদেশের বৃহৎ আমবাজার কানসাট আমবাজার উদ্বোধনের মধ্য দিয়ে জমে উঠবে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের আম বাজারগুলো। বাগানে আম পাড়া আর তা বাজারজাতকরণে বাজারগুলো শুরু হবে আম ব্যবসায়ীদের সরব উপস্থিতি। ২ জুন কানসাট আমবাজারে আম বাজারজাত উদ্বোধন করবেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দীন আহমেদ শিমুল। আম বাজারজাত ও পরিবহনে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি চলছে। তবে করোনা পরিস্থিতিতে বাজারজাতকরণে প্রতিকুল প্রভাব পড়তে পারে সন্দেহে আম ব্যবসায়ীরা দৃশ্চিন্তায় রয়েছেন। আম বাজারজাতকরণে বাধার সম্মুখীন হলে বড় ধরণের ক্ষতির মুখে পড়তে পারে জেলার আমচাষি ও ব্যবসায়ীরা বলে আশঙ্কা করছেন অনেকে। তবে আম বাজারজাতকরণে ব্যবসায়ীরা যাতে কোন সমস্যার সম্মুখীন না হয় সেবিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জেলা ও উপজেলা প্রশাসন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, এবছর জেলায় প্রায় ৩৩ হাজার ৩৫ হেক্টর আমবাগানে আম ধরেছে। প্রায় ২৫ লক্ষ ৩৯ হাজার ৬৩০ টি আমগাছে এবার আমচাষ হচ্ছে।

জেলায় বর্তমানে গোপালভোগ, ক্ষিরসাপাতসহ বিভিন্ন গুটিজাতের আম পরিপক্কতা পেতে শুরু করেছে। সুত্র জানায়, আগামী জুনের ১ম সপ্তাহের পর গোপালভোগ ও ক্ষিরসাপাত আম পরিপূর্ণ পক্কতা পেলে আমপাড়া শুরু করবে আমচাষীরা।

ইতিমধ্যে দেশের সর্ববৃহৎ আমবাজার কানসাট আমবাজার, জেলা সদরের সদরঘাট ও তহাবাজার, গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার ও ভোলাহাটের আমবাজারগুলো যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা যায়।
জেলার প্রায় অধিকাংশ মানুষ আমকে ঘিরেই তাদের জীবন-জীবিকা নির্বাহ করে থাকেন। এবার নানা প্রতিকুলতার মাঝে ঘুর্ণিঝড় আম্পানের প্রভাবে আমচাষীদের মুখের হাসি মলিন হয়ে গেছে।

তরুন উদ্যোক্তা ও আম ব্যবসায়ী শহিদুল হক হায়দারি (শহিদ মিয়া) জানান, ঘুর্ণিঝড় আম্পান আমবাগানের অনেক ক্ষতি করলেও আমাদের জন্য শাপেবর হয়ে দাঁড়িয়েছে। কারণ আম্পানের প্রভাবে সাতক্ষীরাসহ দেশের অন্যান্য জেলার আমবাগানের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ফলে এবার আমের ভাল দাম পাবার আশা করছেন তিনি। তিনি আরও বলেন, আমের ক্রেতা না পেলে আমচাষীদের লোকসান গুনতে হতে পারে।

বাংলাদেশের সর্ববৃহৎ আমবাজার কানসাট আমবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক টিপু জানান, এরই মধ্যে আমবাজারের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২ জুন সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দীন আহমেদ শিমুল কানসাট আমবাজারের আম বিক্রয়ের উদ্বোধন করবেন। তিনি জানান, গত বছর কানসাট বাজার হতে প্রায় ৯’শ কোটি টাকার আম বিক্রয় হয়েছে। ঘুর্ণিঝড় আম্পানের কারণে বাগানের প্রায় ২০{b09543e6cd5d142a8c74ef67487779b6d6fa901f04ac9c151ceb1e2a578dde64} আম পড়ে যাবার কারণে এবং করোনার প্রভাবে এবার বিক্রি কম হতে পারে। তিনি বলেন, আম বাজারজাতকরণে জেলা ও উপজেলা প্রশাসন যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা যদি বাস্তবায়িত হয় তাহলে ব্যবসায়ীরা লাভের মুখ দেখবে। অন্যথায় ক্ষতির সম্মুখীন হতে পারেন আমচাষী ও আমব্যবসায়ীরা। এছাড়া পরিবহন আর বাজারজাত সঠিকভাবে করতে না পারলে অনেক ব্যবসায়ী পুঁজি হারানোর ভয়ে আছেন বলে জানান তিনি।

এবিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামান বলেন, জেলার আমকে ব্রান্ডিং করার জন্য জেলা প্রশাসন কাজ করছে। এরই মধ্যে সচিবালয়ে জেলার আমের বাজার তৈরী করার কাজ চলছে। তিনি জানান, বিভিন্ন জেলার আম ব্যবসায়ীরা জেলার আমবাজারে এসে যাতে নির্বিঘ্নে আম ক্রয় করতে পারে, সেব্যাপারে যাবতীয় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। আম বাজারজাত ও পরিবহণে যাতে কোন সমস্যার সৃষ্টি না হয় সেবিষয়েও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, আন্তর্জাতিক, খেলাধুলা, গণমাধ্যম, জাতীয়, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, রাজনীতি, লাইফস্টাইল, শিক্ষা, শিরোনাম, সাব-লিড, সাহিত্য, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে