দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন তরিকত ফেডারেশনের কামরুল হাসান। এই আসনে ১৩৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে জাহাঙ্গীর কবির নানক পেয়েছেন ৯০ হাজার ৩৭৫ ভোট পেয়ে নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে রয়েছে। তার প্রতিদ্বন্দ্বী তরিকত ফেডারেশনের কামরুল হাসান পেয়েছেন ১৫২৯ ভোট। এই আসনে ৩টি কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে। যার ভোট সংখ্যা ৮ হাজার।
সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোট নেওয়া হবে। এবার ভোট নেওয়া হয়েছে ব্যালট পেপারে। নির্বাচনী লড়াইয়ে রয়েছেন মোট ১৯৭১ জন প্রার্থী। তাদের মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী। বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী।