এম. শাহেদ সারওয়ার
দুবাই বিশেষ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৪ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল মুশরিফ পার্কে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদেরে আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মানবতার সংগঠনের আলোচনা সভা, বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপি উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলোয়াত করেন মোহাম্মদ তামিম আল মারুফ।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাবিব উল্ল্যাহ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোহাম্মদ ফরিদ, মৌলানা মুহাম্মদ ফজলুল আজীম, মোহাম্মদ শাহ আমান, মোহাম্মদ রেজাউল করিম ও মোহাম্মদ আজীজ খাঁন।
এম, শাহেদ সারওয়ার এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য যথাক্রমে জাহেদুল ইসলাম, কাজী মোহাম্মদ সোহেল, নাছির উদ্দিন, আব্বাস উদ্দিন, আবুল ফয়েজ মোস্তফা এবং এনপিকেপি’র সদস্য যথাক্রমে মোহাম্মদ সেলিম উল্ল্যাহ, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ মফিজ, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মাহাবু, শওকত আলী বাচ্চু, মোহাম্মদ ইমন, মোহাম্মদ শাহ জাহান, মোহাম্মদ জামশেদ, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ জুয়েল, রবিউল হোসেন, মোহাম্মদ তামিম আল মারুফ, হিশাম আল মারুফসহ প্রমূখ।
স্বপ্ন আর ভালোবাসা নিয়েই মানুষ বাঁচে। জীবনের এই রঙ্গমঞ্চে আমরা প্রতিদিনই কত না কত সমস্যার সম্মুখীন হই আবার সেখান থেকে যখন বেরিয়ে আসি-তখন জীবনকে এক অন্যরকম বর্ণিল মনে হয় আর প্রবাসে সেই অন্যরকম এক বর্ণিল মিলনমেলায় পরিণত করেন প্রিয় নদিমপুর গ্রামের প্রবাসীরা ও নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ।
আলোচনা সভা, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল সকালের নাস্তা, মধ্যাহ্ন ভোজ , গ্রাম্য খেলা-ধুলা, পুরস্কার বিতরণী ও বিকেলের চা-নাস্তা। নদিমপুর গ্রামের আরব আমিরাতে বসবাসরত পরিবারসহ সর্বস্তরের গ্রামবাসীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন উভেন্টের মধ্যে ছিল মেয়েদের বালিশ খেলা, ছোটদের দৌড় প্রতিযোগিতা, বড়দের ফুটবল গোলশর্ট, পুরুষদের মুরগীর লড়াইসহ ইত্যাদি। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে আর্কষনীয় পুরষ্কার বিতরণ শেষে বিশেষ মুনজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড