৭ জানুয়ারির ‘প্রহসনের’ নির্বাচনের আগে ও পরে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলাসহ সহিংস ঘটনার তদন্তে ১১ সদস্যের কমিটি করছে বিএনপি। এক বিজ্ঞপ্তিতে দলটি বলেছে, এই ‘তামাশার’ নির্বাচনের আগে-পরে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনও ব্যাপকভাবে আক্রমণের শিকার হয়েছেন। তাঁদের ওপর বর্বর নিপীড়ন-নির্যাতন চলেছে।
বিএনপির দাবি, দেশের বিভিন্ন জায়গায় অনেক সংখ্যালঘুর বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, গুরুতর জখমসহ এলাকা ছাড়ার হুমকিও দিয়েছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এসব ঘটনা সরেজমিনে তদন্ত করার জন্য বিএনপির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে।