০৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ দুপুর ১২:৩০ ঘটিকায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব বি.এম. আশরাফ উল্যাহ তাহের এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত পুলিশ কমিশনার বিএমপি জনাব জিহাদুল কবির বিপিএম, পিপিএম মহোদয়।
এ সময় সম্মানিত সভাপতি মহোদয় তার বক্তব্যে বিদায়ী অতিথি সম্পর্কে বলেন, “পেশাগত ক্ষেত্রে বিদায়ী অতিথি ছিলেন অত্যন্ত দক্ষ, চৌকস ও মেধাবী পুলিশ কর্মকর্তা। আমি তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি”
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত )জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ) জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব রুনা লায়লা সহ বিএমপি’র অন্যান্য উর্ধ্বতন কর্মকতাগণ।