দুপুর ১২:২৫ ; সোমবার ; ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ১৫৩ জনকে গুমের অভিযোগ বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ার   আশাবাদী সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে   কাউকে আটক করতে পারবে না সাদা পোশাকে ডিবি   যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে হবে সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে   ফের বাদ ১৬৮ জন ৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন জারি   প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা সোমবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের   যিশুখ্রিষ্টের জন্মদিন (শুভ বড়দিন) ২০২৪, উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।   খালাস পেলেন বাবর ১০ ট্রাক অস্ত্র মামলা থেকে   ট্রাইব্যুনালে অভিযোগ শেখ হাসিনা ও মঈন ইউ আহমেদের বিরুদ্ধে   যেকোনো সময় অভিযান ব্যাংকের ভেতরে ১২ ডাকাত   দুর্নীতি অনুসন্ধানে রুল হাসিনা পরিবারের ৫ বিলিয়ন ডলার লোপাট   ভারত থেকে আনা ও বিচার বিষয়ে যা বললেন টবি ক্যাডম্যান শেখ হাসিনাকে   বাবা-ছেলে আটক ইয়াবা ও গাঁজাসহ পিরোজপুরে   টিপু ৩ দিনের রিমান্ডে   তারেক রহমানের সাজা স্থগিত অর্থপাচার মামলায়:আপিল বিভাগ   আর জাতীয় স্লোগান নয় জয় বাংলা   ৮৬ জনের নামে মামলা ভোলায় তোফায়েল আহমদসহ   ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে   হাত বাড়ালেই মিলছে মাদক বিপথে যুব সমাজ দৌলতখানে   চিন্ময় সমর্থকদের হামলায় আইনজীবী নিহত চট্টগ্রামে

খেলা চলছে দেশের সংস্কারের নামে-নূরুল ইসলাম মণি

Shongrami Bangla
৭:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় ভাইস  চেয়ারম্যান ও বরগুনা- ২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম মণি বলেছেন,  অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কারের নামে নানা ধরনের খেলা  চলছে।  কি খেলা হচ্ছে তা জানি না।  কিন্তু যে খেলাই হচ্ছে না কেন, তা বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছে, পক্ষে না।

দেশের কল্যাণের জন্য আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফাই হচ্ছে এ দেশের মানুষের মুক্তির দিশা। দেশের মানুষ ৩১ দফা বাস্তবায়ন আজ ঐক্যবদ্ধ।

বুধবার দুপুরে বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নূরুল ইসলাম মণি ।
নূরুল ইসলাম মণি ফাউন্ডেশনের উদ্যোগে তিনি এসময় এক হাজার ৪২০ জনকে এক বান্ডিল করে টিন এবং নগদ পাঁচ হাজার টাকার চেক ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন।

বিকেলে পাথরঘাটা শহরের সরকারি কে এম মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অপর এক অনুষ্ঠানে তিনি দুই হাজার ৫০০ লোকের মধ্যে কম্বল বিতরণ করেন। বৃহস্পতিবার তিনি তাঁর নির্বাচনী এলাকায় পাথরঘাটার বাঁশতলায় ১০০ জনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বিতরণ করবেন। এছাড়া, বামনা ও বেতাগী দুই উপজেলায় আরও ১০০ রিকশা বিতরণ করার ঘোষণা দেন মণি।

বুধবার দুপুরে টিন ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান।

এই অনুষ্ঠানে তিনি নূরুল ইসলাম মণি বলেন , ২০০৭ সালে ওয়ান ইলেভেন হয়েছে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রের জন্য। আমাদের যুদ্ধের সময় সহযোগিতা করেছিল তারা । শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল তারা। তাঁকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো নিয়ে গেছে। কোনো সমুদ্রই আমাদের নেই। বন্দরগুলোর খুব কাছেই ভারত রাডার বসিয়েছে। ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল তাদের সুবিধার্থে। এদেশের সকল সম্পদ লুটের পেছনে যিনি রয়েছেন তিনি হলেন শেখ হাসিনা ও তাঁর সাঙ্গপাঙ্গরা।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান এসময আরো বলেন, একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৬০ হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। এসব টাকা শেখ হাসিনা ,তাঁর বোনের মেয়ে টিউলিপ এবং ছোটবোন শেখ রেহেনা নিয়েছেন। দেশের এমন কোনো খাত নেই যেখান থেকে তাঁরা হাজার হাজার কোটি টাকা চুরি করেননি।

নূরুল ইসলাম মণি বলেন, স্বাধীনতার পরে বাংলাদেশের কোনো ব্যাংক গভর্নর সংবাদ সম্মেলন করে বলেননি যে একটি পরিবার দেশ থেকে ১৬ বিলিয়ন টাকা চুরি করে নিয়েছেন। আর পাঁচটি পরিবার নিয়েছেন দুই লাখ কোটি টাকা। এমন করে আপনাদের টাকা তাঁরা চুরি করে নিয়েছেন।

বিএনপি ক্ষমতায় থেকে যাওয়ার সময় জনপ্রতি মাথাপিছু ২৬ হাজার টাকা ঋণ ছিল উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নেতা নূরুল ইসলাম মণি এসময় বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর জনপ্রতি মাথাপিছু তিন লাখ টাকা করে ঋণের বোঝা রেখে গেছে। তারা দেশের সব ক্ষেত্রে লুটপাট চালিয়েছে। শেখ হাসিনা দেশের মানুষের ভোটের অধিকার ,গণতন্ত্র, ও সার্বভৌমত্ব নষ্ট করেছেন। বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলার সকল চক্রান্ত করেছিলেন হাসিনা। এ জন্য দেশের সব ধর্মীয় নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল। বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়েছিল।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে নূরুল ইসলাম মণি বলেন, আমরা আপনাদের বলতে চাই-সংস্কার করেন, তার একটা সীমা রেখা আছে। এটা মনে রাখবেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তা পৃথিবী শেষ হওয়ার আগ চলবে। কিন্তু দেশের শান্তি, স্থিতিশীলতা এবং শৃঙ্খলার জন্য দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন। তাই সংস্কার প্রক্রিয়া দ্রুত শেষ করে নির্বাচনের আয়োজন করুন। দেশের মানুষ দীর্ঘ ১৫ বছর ভোট দিতে পারেনি, গণতন্ত্র পায়নি। মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একটি সরকার। মানুষ ভোট দিয়ে সরকার গঠন করতে চায়। আপনারা সেই সরকার গঠন করে সমস্যা তাদের হাতে ছেড়ে দিন।

বুধবার সন্ধ্যায় শহরের কে এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে কম্বর বিতরণ অনুষ্ঠানে যোগ দেন নূরুল ইসলাম মণি। এসময় তিনি বলেন, এই এলাকায় যত উন্নয়ন হয়েছে সবই আমার চিন্তা ও হাত দিয়ে হয়েছে। পাথরঘাটা-বামনার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ থেকে শুরু করে এলাকার মানুষের উন্নয়নে যা যা হয়েছে, তার সবকিছুতেই আমি অবদান রেখেছি।

তিনি বলেন, এ রকম দান বিগত দিনে আমি সব সময়ই করে এসেছি। কখনো প্রচার করে তা করিনি। শুধু যিনি পেতেন তিনি এবং আমি জানতাম, অন্য কেউ তা জানতেন না। এবার প্রকাশ করার কারণ হলো, ওয়ান ইলেভেনের সময় ষড়যন্ত্রমূলকভাবে মাত্র ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের টিন আত্মসাতের অভিযোগ এনে ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

এর কারণ ছিল আমি এলাকায় আসতে পারলে আর কেউ এমপি হতে পারবে না। আওয়ামী লীগের শাসনামলে প্রহসনের বিচার ব্যবস্থার কারণে সেই মামলায় ১৭ বছর আমাকে হয়রানি করা হয়েছে। সম্প্রতি উচ্চ আদালতে সেই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে।

নূরুল ইসলাম মণি আরো বলেন, আমি সব সময় মানুষকে দিয়েছি, নিইনি। কিন্তু যাঁরা এতো বছর বিনা ভোটে এমপি ছিল, তাঁরা লুটপাট করেছে। বিনা ভোটের সেই সাবেক এমপি শওকত হাচানুর রহমান দেশের অন্যতম পাঁচজন চোরা কারবারির একজন। তাঁর বিরুদ্ধে দুদকে ৩৬ কোটি টাকার অবৈধ আয়ের মামলা হয়েছে। তাঁর স্ত্রীর নামেও প্রায় পাঁচ কোটি টাকা অবৈধ সম্পদ আছে।

তিনি বলেন, আজ সব মিলিয়ে প্রায় দুই কোটি টাকার সম্পদ আমার এলাকার গরিব-দুখী মানুষের জন্য দিয়েছি। এতে মানুষের মুখে হাসি ফুটবে-এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সামনে আরও সহায়তা করার ইচ্ছা আছে।

নূরুল ইসলাম মণি বলেন, সিডর, আইলা মহাদুর্যোগের সময় আমাকে ষড়যন্ত্র করে এলাকায় আসতে দেওয়া হয়নি। আসতে পারলে আমি যে, এলাকার উন্নয়ন করতে পারতাম সেটা তারা ব্যাহত করেছে। এলাকার উন্নয়নের টোটাল রূপকল্প আমার হাতে তৈরি হয়েছে। আমি পায়রা বন্দরকে পাথরঘাটা উপজেলার ডাউনে করতে চেয়েছিলাম। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এতে সম্মত হয়েছিলেন। তখন এর সম্ভাব্যতা্ও যাচাই হয়েছিল। সেটা হলে শুধু আমার এলাকার মানুষ নয়, গোটা বরিশাল বিভাগের মানুষই উপকার পেত। এলাকার আর্থ-সামাজিক অঙ্গনে অভূতপূর্ব বিপ্লব সাধিত হতো। এখানে ৫০ হাজার মেট্রিক টনের জাহাজ ভিড়তে পারতো। কিন্তু পায়রা বন্দরে নিয়মিত খনন করেও ২০ হাজার মেট্রিক টনের জাহাজও ভিড়তে পারে না।

বরগুনা-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম মণি এসময় আরও বলেন, কোস্টগার্ড বিলটি সম্পূর্ণ আমার। মাছ ধরার যাবতীয় আয়োজন আমি করেছি। এ অঞ্চলের আমার সমুদ্রগামী জেলেরা যাতে নিরাপদে মাছ ধরতে পারেন সে জন্য আমি এই, কোস্টগার্ড বিল জাতীয় সংসদে তুলেছিলাম। এখনো আমার মন পড়ে আছে বামনা, পাথরঘাটা ও বেতাগীর প্রিয় মানুষের জন্য। বাকি জীবনটা আমি এলাকার মানুষের উন্নয়নে কাটাতে চাই।

এলাকার সার্বিক উন্নয়ন আমার হাত দিয়ে হয়েছে। স্কুল ,কলেজ ,মাদরাসা, মসজিদ ,মন্দির, রাস্তাঘাট, বাজার ঘাট, ব্রিজ ব্রিজ, কালভার্ট ,যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ,মানুষের মানবিক উন্নয়ন সহ যাবতীয় কাজ আমার হাত দিয়ে হয়েছে। এলাকায় অসংখ্য লোকের চাকরি দিয়েছি। এমপি হওয়ার পর শুরু থেকেই আমি পরীক্ষার হলে নকল বন্ধ করে দিয়েছিলাম। শিক্ষার মান উন্নয়নে এমন উদ্যোগ নেওয়ায় আজকে কম্পিটিটিভ পরীক্ষায় আমাদের ছেলেরা খুব ভালো করেছে। বাকি জীবন আমি এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নূরুল ইসলাম মণি।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে