২১ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ, বিকাল ০৩.০০ ঘটিকায় উজিরপুর থানা পরিদর্শন সহ উজিরপুর থানা কমপ্লেক্স এ আয়োজিত “ওপেন হাউজ ডে” সভায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন মহোদয় তার বক্তব্যে উজিরপুর থানা এলাকার লোকজনের আইনগত সকল সমস্যার কথা এবং নানাবিধ অভিযোগ শুনেন ও ব্যাখা প্রদান করেন। সমস্যা সমাধান, অভিযোগ অনুসন্ধান, আইনগত সহায়তা প্রদানের জন্য পুলিশ সর্বাধিক প্রস্তুত আছে বলে পু্লিশ সুপার মহোদয় জানান। এছাড়াও সকল ধর্মীয় জনসাধারণের মধ্যে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। যাতে উজিরপুর এলাকার জনসাধারণের মধ্যে সম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বজায় থাকে এবং যেকোনো প্রয়োজনে পুলিশের সহযোগিতা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকরামুল আহাদ, সহকারি পুলিশ সুপার (উজিরপুর সার্কেল); জনাব মোঃ আবদুস সালাম, অফিসার ইনচার্জ, উজিরপুর থানা, থানার অফিসার্স ও ফোর্স; স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার সহ সাধারণ জনগণ।