জুমার নামাজের বয়ানে সরকারিবিরোধী ও জঙ্গিবাদী বক্তব্য দেওয়ার প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু। গতকাল শুক্রবার শহরের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া আওফ ইবনে সালামা (রা) সৌদি জামে মসজিদে ইমাম হাফেজ মাওলানা মো. মুজিবুর রহমান বয়ান করতে গিয়ে সরকারের সমালোচনাসহ আরও কিছু নেতিবাচক বক্তব্য করেন। এতে আওয়ামী লীগ নেতা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিষয়টি প্রতিবাদে অগ্রসর হলে মুসুল্লিরা তার ওপর হামলা করে। মসজিদ কমিটির সভাপতিও আ’লীগ নেতার পক্ষে অবস্থান নিয়ে হামলার শিকার হয়েছেন। স্থানীয় আওয়ামী লীগ রাতে ওই ইমামকে আরেক মসজিদে বদলি করার সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, জুমার নামাজের বয়ান শেষে বরিশাল মহানগর পুলিশ কমিশনারের করোনায় স্বাস্থ্যবিধি নির্দেশনা সংবলিত নোটিস পড়ছিলেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. মুজিবুর রহমান। এবং তিনি মাঝে মাঝে পুলিশের এই নোটিস ও সরকারের সমালোচনা বক্তব্য দিচ্ছিলেন। সেখানে উপস্থিত সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু বিষয়টি প্রত্যক্ষ করাসহ এর প্রতিবাদ করেন। একপর্যায় মুসল্লিদের সঙ্গে আওয়ামী সমর্থকদের কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে।
পরিস্থিতি থামাতে ইমাম মজিবুর রহমান দ্রুত নামাজে দাঁড়িয়ে যান। কিন্তু কিছু মুসল্লি নামাজ না পড়েই মসজিদ ত্যাগ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরির্দশন করেন।
বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান বরিশালটাইমসকে বলেন, ইমাম মুজিবুর রহমান মসজিদে জুমার দিন সরকারবিরোধী এবং জঙ্গিবাদী বক্তব্য দিচ্ছিলেন। এ নিয়ে মসজিদ সভাপতি ও তিনি প্রতিবাদ করলে কিন্তু কিছু মুসল্লি তার ওপর হামলা করে। ঘটনার পর আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা ঘটনাস্থল পরির্দশন করেন।
স্থানীয় আওয়ামী লীগ রাতে ওই ইমামকে আরেক মসজিদে বদলি করার সিদ্ধান্ত নেয়।