বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জামিল হাসান বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নে সবসময় হার্ডলাইনে রয়েছি। পাড়া-মহল্লায় অহেতুক বের হওয়া ব্যক্তিদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান শুরু করব। আজ সোমবার (০৫ জুলাই) বেলা সাড়ে ১১ টায় নগরীর নথুল্লাবাদ এলাকায় বসানো তল্লাশি চৌকির নেতৃত্বদানের সময় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সরকার ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব। তবে সরকারের ঘোষিত লকডাউন বাস্তবায়নে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবও কাজ করবে। এছাড়া যে কোন প্রয়োজনে পাশে থাকবে র্যাব-৮। একইসঙ্গে লকডাউনের সময় কোন অসহায় লোক খাবারের সহযোগিতা চাইলে আমরা তার কাছে খাবার পৌঁছে দেব।
উপস্থিত ছিলেন র্যাবের উপ-অধিনায়ক মেজর মোহাম্মাদ মিজানুর রহমান ও ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি কমান্ডার (সিপিএসসি) মেজর মোহাম্মাদ জাহাঙ্গীর আলম প্রমুখ।
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য