চাঁদপুরে কর্মহীন হয়ে পড়া ২৫৯ বেদে ও হিজড়া সম্প্রদায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসহায়তা (৭ কেজি চাল) দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্যসহায়তা প্রদান করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
এ সময় তিনি বলেন, সরকারের বিধিনিষেধ মানতে গিয়ে যারা কর্মহীন হয়ে পড়েছেন, তাদের জন্যই আমাদের আজকের এই খাদ্যসহায়তা। এরআগে গত ৪দিন আমরা অসহায় লোকদেরকে খাদ্যসহায়তা দিয়েছি। যতদিন আপনারা কর্মহীন অবস্থায় থাকবেন, ততদিন আমরা আপনাদের পাশে থাকব।
জেলা প্রশাসক আরও বলেন, করোনা থেকে সুরক্ষিত থাকতে পারি, সেই জন্য সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা চিন্তা করেন এবং ভাবেন। আপনারা চাঁদপুরের করোনার পরিস্থিতি চিন্তা করে দেখেন কতটা ভয়াবহ অবস্থা। আক্রান্তের হার ৩৯ শতাংশ। এই অবস্থায় আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।চাঁদপুর জেলা প্রশাসন গঠিত স্বেচ্ছাসেবক টিম লিডার ওমর ফারুক ও সদস্য এমএ কুদ্দুছ রোকনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন এবং চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান ও স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।’
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড