আইন সবার জন্যেই সমান।এক কথায় যেই ব্যাক্তি অপরাধ করবে।আর অপরাধের সাথে জড়িতো থাকবে।তাকেই গ্রেফতার করে,আইনের আওতায় এনে।আদালতের কাঠগড়ায় দাড় করাতে হবে অবশ্যই।এই পুলিশের দল হ্যালমেট না পড়ে।আইন অমান্য করার কারণে।সেনাবাহিনী তাদের আটকিয়ে জিজ্ঞেস করছেন।আপনাদের হ্যালমেট কোথায়।তখন পুলিশের দল বলে।আমরাতো পুলিশ।তখন সেনাবাহিনী বলেন।আপনারা পুলিশ হয়েছেনতো,তাতে কি হয়েছে।আপনারাতো সাধারণ জনোগোনকে আটকিয়ে।কত হ্যারেজমেন্ট করেন জড়িমানা করেন।থানায় নিয়ে যান।পুলিশের পোশাক পড়া থাকলেই।অনেক পুলিশ নিজেকে।রাষ্ট্রপতীর চেয়েউ নিজেকে অনেক দামী ব্যাক্তি মনে করেন।আমরা শুধুই আইন চাইনা।আইনের বাস্তবতা দেখতে চাই।সেনাবাহিনীরা অন্য সব আইন শৃঙ্খলা বাহিনীদের চেয়ে।কোটি কোটি গুণে,সৎ চরিত্রবাণ আর পরিশ্রমী।তাই তাদের দেশের সব কাজ চলমান থাকলে।দেশ আর দেশের মানুষ অনেক উপকৃত হবেন। আর ভালো থাকতে পারবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেশের সব সমস্যার কথা দৈনিক সংগ্রামী বাংলা মাধ্যমে জাতীর সামনে তা তুলে ধরি কারণ আপনি এই দেশের ১৮ কোটি বাঙ্গালীর অভিভাবক। অসৎ পুলিশ ভাই বোনদের বলবো আপনাদের জন্যে কিন্তু।সম্পূর্ণ পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়। পুলিশ হয়েছেন বলেই কি দেশটি কি শুধুই আপনাদের। মনে রাখবেন জনোগোনের টাকায় সরকার চলে। আপনাদের বেতন দেয়া হয়। আপনারা সরকার আর জনোগোনের গোলাম। তাই দেশের ভিতরে থেকে। আইন অমান্য আর দুর্নীতির কোনো কাজ করবেন না। দেশ আর মানুষকে ভালোবাসতে শিখুন। আর চৌখস সেনাবাহিনীদের কাছ থেকে ভালো মনের মানুষ হওয়া শিখবেন। এরা আপনাদের চেয়েউ কোটি কোটি গুণে দেশ বৈদেশে নিরলস ভাবে কষ্ট আর কঠোর পরিশ্রম করে যাচ্ছেন দিবানিশি। তারা কিন্তু ঘুষ খায়না দুর্নীতি করেনা। তারা অক্লান্ত পরিশ্রম করেন। তারা এত লোভী জাত না আপনাদের মতন।তাই তাদের দেশ বৈদেশে অনেক অনেক সুনাম।দেশের বৈদেশে বড় বড় কোনো কঠিন কাজ সমাধানের জন্যে। আন্তর্জাতিক আর জাতীয় ভাবে ভাবে।কোনো দায়িত্ব দিলে তাদের। দেশ বৈদেশের জনোগোন তখন তাদের এক কথায় হাসি মুখে তখন তাদের বরণ করে নেন সবাই।
এস এম সোলায়মান সালমান।
ফেসবুক থেকে সংগ্রামী বাংলাকে দেয়া।
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য