করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোরতম লকডাউনে বরিশাল নগরীতে কর্মহীনদের জন্য খাদ্য সরবরাহে ‘কমিউনিটি কিচেন’ চালু করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ শুক্রবার (৩০ জুলাই) অপরাহ্নে নগরীর বাটারগলিতে বাসদ বরিশাল জেলা কমিটির উদ্যোগে কর্মসূচির যাত্রা শুরু হয়।
কার্যক্রম উদ্বোধন করেন বাসদের জেলা আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।
এসময় মনীষা বলেন, ‘চলমান কঠোরতম লকডাউনে কর্মহীন ও দুস্থদের হাতে রান্না করা খাবার তুলে দিতে এই কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডে অসহায়দের ঘরে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া আরও দুই শতাধিক ভবঘুরে ও পথচারীর মাঝে খাবার বিতরণ করা হবে।’
তিনি জানান, কঠোরতম লকডাউনের সময়সীমা বাড়ানো হলে কমিউনিটি কিচেনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ইমরান হাবীব রুমন বলেন, রান্না করা খাবার বিতরণ কার্যক্রমে ২৫ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। তাদের মাধ্যমে প্রতিদিন নগরীর তিনটি ওয়ার্ডের ৬০০ ঘরে খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হচ্ছে।’
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড