বরিশালের নথুল্লাবাদে পুলিশবক্সে ভাঙচুর করেছে একদল শিক্ষার্থী।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন এলাকার পুলিশবক্সে ভাঙচুর চালায়।
এতে অন্তত ৭ পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন, কনস্টেবল লোকমান ও কাওসারের নাম জানা গেছে।
পরে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করলে, শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে ওই এলাকা ত্যাগ করে। এর আগে দুপুর থেকেই ৪০-৫০ জন শিক্ষার্থী নথুল্লাবাদে সড়ক অবরোধ করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আলী আশরাফ ভুইয়া বলেন, আন্দোলনকারীরা না বুঝেই পুলিশবক্সে হামলা চালিয়েছে। এ ঘটনায় কনস্টেবল লোকমানের মাথা ফেটে গেছে। তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
অন্যদিকে সরকারি বিএম কলেজে কোটা আন্দোলনকারীদের ইট-পাটকেলে অন্তত আরও পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান তিনি।
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিক্ষা, শিরোনাম, সাব-লিড