অসীম কুমার বিশ্বাস
ঝিনাইদহ ব্যুরো চিফ
ঝিনাইদহ কালিগঞ্জে ভূল চিকিৎসায় উৎস ভট্টাচার্য নামক এক শিক্ষার্থী সকালে কালিগঞ্জ ফাতেমা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত উৎস কালিগঞ্জ উপজেলার রায় গ্রামের উজ্জ্বল ভট্টাচার্য এর ছেলে। স্বজন ও স্থানীয়রা জানান সকালে শহরের ফাতেমা প্রাইভেট হাসপাতালে নাকের পলিপাস অপারেশনের জন্য ভর্তি হয় উৎস ভট্টাচার্য। হাসপাতালের চিকিৎসক রাজিবুল আহসান দুপুরে রোগীর পলিপাস অপারেশন করেন। অপারেশন করার পর রোগীর জ্ঞান না ফিরলে ডাক্তার দ্রুত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
বিকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন ফাতেমা প্রাইভেট হাসপাতাল পরিদর্শন করেছে। কালিগঞ্জ থানার ওসি বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। নিহত উৎস কালিগঞ্জ সরকারী মাহতাব উদ্দিন কলেজের প্রথম বর্ষের ছাত্র।
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য