বরিশাল নগরের তিনটি স্থানকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। বরিশাল আঞ্চলিক পরিবেশ অধিদপ্তর বৃহস্পতিবার এ ঘোষণা দেয়। পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারি প্রকল্পের আওতায় বরিশাল নগরের তিনটি প্রতিষ্ঠানসংলগ্ন স্থানকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও আবদুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়–সংলগ্ন তিনটি স্থান নীরব এলাকা ঘোষণা হওয়ায় এখন থেকে সেখানে শব্দদূষণ ও যানবাহনের হর্ন বাজানো নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করলে কারাদণ্ড, জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে।