০৪ অক্টোবর ২০২১ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বিভিন্ন ইউনিট হতে বিএমপিতে সদ্য যোগদানকৃত এসআই (নিঃ) দের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে ।
মূলত বরিশাল মেট্রোপলিটন পুলিশ যে ধারায় কার্যক্রম পরিচালিত করে পুলিশি সেবাকে জনগনের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে, সদ্য যোগদানকৃত কর্মকর্তাদের সেই কর্মকৌশলের সাথে খাপ খাইয়ে চলার লক্ষ্যেই এ ধরনের একটি ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন।
ওরিয়েন্টেশন কোর্সের দ্বিতীয় দিনেও বিএমপি’র শীর্ষ কর্মকর্তাগণ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণার্থীদের সাথে আলোচনা করেন।
এ-সময় উপ-পলিশ কমিশনার উত্তর জনাব মোহাম্মদ জাকির হােসেন মজুমদার পিপিএম-সেবা ” থানায় সাব-ইন্সপেক্টর এর দায়িত্ব ও কর্তব্য” শীর্ষক বিষয়ের উপর আলোকপাত করেন।
ডিবি’র অপারেশন কর্মকৌশল অর্থাৎ ডিবি’র কার্যক্রম যে ধারায় পরিচালিত হচ্ছে সেই সংক্রান্তে আলোকপাত করেন, উপ-পুলিশ কমিশনার ডিবি জনাব মােঃ মনজুর রহমান, পিপিএম-বার।
“বিট পুলিশিং, বিএমপি একটি রোল মডেল” শীর্ষক বিষয়ের উপর আলোকপাত করেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপঃ) জনাব রাসেল।
অতঃপর প্রশিক্ষনার্থীরা উপ-পুলিশ কমিশনার দক্ষিণ কার্যালয়, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক কার্যালয় ও আলেকান্দা পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন।