গুনাইবিবি। বহুল আলোচিত এই যাত্রাপালাকে পুনরায় দর্শকদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করল বরিশালের আদি রূপাঞ্জলী অপেরা। জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ২৩ নভেম্বর সন্ধ্যায় তিনদিনের যাত্রা প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। এসময় বক্তব্য রাখেন কালচারাল অফিসার হাসানুল রশিদ মাকসুদ। রায়পাশা কড়াপুর এর চেয়ারম্যান হাবিবুর রহমান, পাপিয়া, নাট্যজন কাজল ঘোষ, ডিডিএলজি বরিশাল শহীদুল ইসলাম এতে উপস্থিত ছিলেন। উদ্বোধন ঘোষণার পরপরই প্রথম দিনের প্রদর্শনী শুরু করে রূপাঞ্জলী অপেরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের তত্ত্বাবধানে নতুন যাত্রাপালা নির্মাণ ও মঞ্চায়ন কর্মসূচির আওতায় ২৪ ও ২৫ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। ২৪ নভেম্বর দক্ষিণবঙ্গ নাট্য সংস্থা, বরিশাল প্রদর্শনী করবে আলোমতি ও প্রেমকুমার এবং ২৫ নভেম্বর মুক্তির শিহরণ পরিবেশন করবে শিবশক্তি নাট্য সংস্থা, বরিশাল। বিষয়টি দর্শকদের জন্য আসলেই একটি ব্যতিক্রম। কারণ, গতানুগতিক যাত্রার যে স্বাদ এতোটাকাল আমরা গ্রহণ করেছি তার সাথে এই পরিবেশনায় ভিন্নতা রয়েছে। গতানুগতিক ধারার যাত্রাপালায় কোনো সেট লাইটের বাহুল্য থাকেনা। কিন্তু এখানে তা আছে। আছে নাট্যমঞ্চের পুরোটা স্বাদ।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড