রাজনৈতিক প্রতিহিংসায় ক্ষিপ্ত হয়ে একটি ওষুধের দোকানে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করলো দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বরিশাল সদর উপজেলার ৫ নম্বর চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে পশ্চিম ইছাগুরা গ্রামে।
ওই ওয়ার্ডের ওষুধ দোকানি আনিছুর রহমান জামাল বলেন, আমি বিশ্বাষের হাট চরমোনাই ইসলামি আন্দোলনের একটি অনুষ্ঠান থেকে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর আমার বাসার খালের ওপারে একজন লোক ডেকে বলেন আপনার দোকান ঘরে আগুন লেগেছে। আমি খবর পেয়ে দোকানে ছুটে গিয়ে দেখি আমার দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে।
লাকার লোকজন বলেন, আমরা আগুনে লাগা দোকানটির টিনের স্ক্রু ছোটার শব্দ শুনে এসে ডাক-চিৎকার করি প্রতিবেশীরা ছুটে আসার আগেই দোকান ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পরে ইউনিয়নের চেয়ারম্যান হাজী জিয়াউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবিষয়ে চেয়ারম্যান বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি, এলাকার প্রতিহিংসার কারণে হয়তো দোকানের পিছন থেকে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা।
এবিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। যাহার জিডি নং ১০৭৬।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড