২০২১ সালে বিশ্বজুড়ে ৪৫ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) এই তথ্য জানিয়ে বলেছে, তারা সাংবাদিক নিহত হওয়ার হিসাব রাখা শুরুর পর এ বছরই সবচেয়ে কম সাংবাদিক নিহত হয়েছেন।
সম্প্রতি আরেক আন্তর্জাতিক মিডিয়া নজরদারি সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ২০২১ সালে বিশ্বজুড়ে ৪৬ জন সাংবাদিক নিহত হওয়ার কথা জানিয়েছিল।
আইএফজের তথ্য অনুযায়ী, ২০২১ সালে বিশ্বে সর্বোচ্চ সংখ্যক ৯ জন সাংবাদিক নিহত হয়েছেন আফগানিস্তানে। এছাড়া পাকিস্তানে ৩ জন, ভারতে ৪ জন ও মেক্সিকোতে ৮ জন সাংবাদিক নিহত হয়েছেন।
বৈশ্বিক অঞ্চল হিসেবে ২০২১ সালে সবচেয়ে বেশি সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে, ২০ জন।