বিপিএলে প্রিমিয়ার ব্যাংকখুলনা টাইগার্সকে হারিয়েছে ফরচুন বরিশাল। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরিস্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৬ রানে হারিয়েছে। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ বলবাকি থাকতে ১৪৫ রানে গুটিয়ে যায় বরিশালের ইনিংস। ব্যাটিংঅর্ডারে অদল-বদল করেও তেমন সুবিধা করতে পারেনি ফরচুন বরিশাল। ফিল্ডিংয়ে প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্সের বেশ কিছু ভুলের পরও তাদের পুঁজি বড় হয়নি। দলেরপক্ষে দুই ব্যাটসম্যান দুই অংকের কোটা পেরিয়েছে। ২৭ বলে তিন ছক্কা ও দুই চারে ৪১ রানকরেন সাকিব। তিন চারের পাশে দুই ছক্কায় ৪০বলে তার ৪৫ রান করেন শান্ত । প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্সের মেহেদিকোনো উইকেট নাপেলেও ৪ ওভারে মাত্র ১৩ রান দেন। প্রথমবারের মতো মাঠে নামা খালেদ ৪১ রানে নেন ৩উইকেট। দুটি করে উইকেট নেন ফরহাদ রেজা ও কামরুল ইসলাম রাব্বি। জবাবে ব্যাট করতে নেমে২০ ওভারে ৫ উইকেট হারিয়ে প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স ১৩৯ করে। সংক্ষিপ্ত স্কোর: ফরচুন বরিশাল: ১৮.৫ ওভারে ১৪৫ (ব্র্র্যাভো ৯, গেইল ৪, হৃদয় ৫, সাকিব ৪১, শান্ত ৪৫,সোহান ১০, জিয়া ৮, শুক্কুর ৬, মুজিব ১২, মেহেদি রানা ০, শফিকুল ০*; মেহেদি ৪-০-১৩-০,খালেদ ৪-০-৪১-৩, কামরুল ৩-০-২৫-২, থিসারা ৪-০-৩২-১, প্রসন্ন ১-০-১১-০, ইয়াসির১-০-৮-০, রেজা ১.৫-০-১৪-২)
আইন-আদালত, আন্তর্জাতিক, খেলাধুলা, গণমাধ্যম, জাতীয়, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, রাজনীতি, লাইফস্টাইল, লাইভ ভিডিও, শিক্ষা, শিরোনাম, সম্পাদকীয়, সাব-লিড, সাহিত্য, স্বাস্থ্য