বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়ের অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি উপলক্ষ্যে ০৯ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ সন্ধ্যায় পুনাক বিএমপি সভানেত্রী জনাব আফরোজা পারভীন (সহধর্মিণী অতিরিক্ত আইজিপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার) মহোদয়ের সভাপতিত্বে বিএমপি অফিসার্স মেস চাঁদমারি বরিশালে পুনাক বিএমপি কর্তৃক এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার বিএমপি (অতিরিক্ত আইজিপি) জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় ।
এসময়ে উপস্থিত ছিলেন, জনাব স্বাতী জাম্বিল সহ সভানেত্রী পুনাক বিএমপি ( সহধর্মিণী অতিরিক্ত পুলিশ কমিশনার সদরদপ্তর জনাব প্রলয় চিসিম),
পুনাক বিএমপি দপ্তর সম্পাদীকা সহকারী অধ্যাপক সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকা জনাব ফারহানা তানজীম ( সহধর্মিণী উপ পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন্স এন্ড প্রসিকিউশন জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উৎপাদন সম্পাদিকা জনাব রোমানা আশরাফ (সহধর্মিণী উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব আলী আশরাফ ভূঞা বিপিএম-বার), পুনাক বিএমপি সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ জনাব সম্পা নাসের (সহধর্মিণী উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা জনাব খান মুহাম্মদ আবু নাসের), সাংস্কৃতিক সম্পাদিকা জনাব শারমিন আখতার (সহধর্মিণী উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা বিএমপি জনাব মোঃ মনজুর রহমান পিপিএম -বার), পুনাক বিএমপি সদস্য জনাব তহমীনা এনি (সহধর্মিণী অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর জনাব মোঃ রেজাউল করিম, পুনাক বিএমপি সদস্য জনাব ডাঃ সেঁজুতি খান (সহধর্মিণী দক্ষিণ জনাব মোঃ ফজলুল করীম), পুনাক বিএমপি সদস্য জনাব শাহআল তানিয়া (সহধর্মিণী অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস জনাব মোঃ রাসেল), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা জনাব রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা বিএমপি জনাব শারমিন সুলতানা রাখী, সহকারী পুলিশ কমিশনার ক্রাইম জনাব নাসরিন জাহান সহ পুনাক বিএমপির অন্যান্য সদস্যবৃন্দ।