মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও” এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয়ভাবে ত্রাণ সহায়তা তহবিল সংগ্রহে নেমেছে।
এরই ধারাবাহিকতায় বরিশাল উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে ত্রাণ তহবিলের এ অর্থ সংগ্রহের কাজ করছে। তহবিল সংগ্রহের প্রথম দিনেই ১৬ হাজার ৬৭০ টাকা উঠেছে বলে জনিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা। বুধবার বিকেলে নগরীরর সদর রোডের অশ্বিনীকুমার হল চত্বরে বরিশাল উদীচী ও বরিশাল নাটকের শিল্পী-কর্মীরা ত্রাণ তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করে । এসময় উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুনশী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের সভাপতি সাইফুর রহমান মিরণ, বরিশাল নাটকের সাধারণ সম্পাদক পার্থ সারথী, বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র মজুমদার, উদীচীর সাধারণ সম্পাদক হিমাংশু বিশ্বস, উদীচীর সহ-সাধারণ সম্পাদক আশরাফুর রহমান মিরণ, নৃত্য সম্পাদক তহমিনা দুলারি, সদস্য সুকান্ত অপি প্রমুখ।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড