আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এজন্য আনন্দে ভাসছে দক্ষিণ অঞ্চলের মানুষ। পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে পর্যটন নগরী কুয়াকাটায় শোভাযাত্রা ও আনন্দ মিছিল হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে এই আনন্দ মিছিল বের হয়। এতে কুয়াকাটা পৌরসভা, পর্যটন নির্ভর ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুয়াকাটা পৌর ভবনের সামনে এক পথসভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র আনোয়ার হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম হাওলাদার ও ভূইয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নিজাম হাওলাদার প্রমুখ। বক্তারা বলেন, আর মাত্র দুই দিন বাকি পদ্মা সেতু উদ্বোধনের। এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অবসান ঘটবে কুয়াকাটার সাথে সারা দেশের ফেরি পারাপারে। চালু হবে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা। ফলে তৈরি হবে পর্যটন শিল্পে অপার সম্ভাবনা।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড