ঝালকাঠির রাজাপুর উপজেলায় পৃথক দু’টি চেক জালিয়াতির মামলায় আয়শা আক্তার সুমা (২২) এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার উপজেলা সদরের থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আয়শা উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেল বাড়িয়া এলাকার আব্দুল জলিল আকনের মেয়ে। পুলিশ জানায়, ২০২১ সালে আয়শাকে আসামি করে ঢাকার মতিঝিল ও যশোর থানায় পৃথক দু’টি চেক জালিয়াতির মামলা হয়। ওই দুই মামলায় তার নামে আদালত ওয়ারেন্ট জারি করায় পুলিশ তাকে গ্রেফতার করে। এছাড়া ওই তরুণীর নামে রাজাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের আরেকটি মামলা রয়েছে বলেও পুলিশ জানায়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, রোববার দুপুরে আসামিকে ঝালকাঠি আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড